মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া রাইফেল মিললো পল্লীবিদ্যুতের ঝোপে

Logo
ডেস্ক রিপোর্ট শনিবার, ১২ ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ণ

মোজাহের ইসলাম নাঈম নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির ঝোপ থেকে একটি .২২ বোর রাইফেল উদ্ধার করেছে র‍্যাব। ধারণা করা হচ্ছে, এটি থানা থেকে লুট হওয়া অস্ত্র।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে আলাইয়ারপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সমিতির (বেগমগঞ্জ-২) ঝোপের আড়াল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেল ৫টার দিকে আমিন বাজারের দাসেরপুলের পশ্চিম পাশে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ডান পাশের ঝোপের আড়াল থেকে রাইফেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

মোঃ গোলাম মোর্শেদ আরও বলেন, ৫ আগস্ট নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় আক্রমণ করে পুলিশকে মেরে বহু অস্ত্র লুট করে দুর্বৃত্তরা। অস্ত্রটি যে কোনো থানা থেকে লুট করা হতে পারে। এটি বেগমগঞ্জ মডেল থানায় জমা দেওয়া হয়েছে।

ADVERTISEMENT

সাদ্দাম হোসেন, স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জে আন্তর্জাতিক এক ক্বিরাত সম্মেলনে ২০০ হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় সবাইকে পাগড়ীসহ সম্মাননা দেওয়া হয়। সোমবার …

ইমতিয়াজ উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ দেশব্যাপী ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২১-এর আওতায় ওয়াশিং মেশিন কিনে এক লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন নোয়াখালীর সময় …

সাদ্দাম হোসেন, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর কবিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ম্যাজিস্ট্রেট। এ সময় বারবার সতর্ক করার …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি ও ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা …