নোয়াখালী জেলা প্রতিনিধি-নোয়াখালী সদরে একটি বেকারী ও দুটি খাবার হোটেলকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত,বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) মাইজদীর আয়োজন বেকারী, আলিফ হোটেল ও আমানিয়া রেস্টুরেন্টে এ অভিযান চালানো হয়।নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।তিনি বলেন, খাদ্যকর্মীর স্বাস্থ্য সনদ ও পানি পরীক্ষার সনদ না থাকাসহ বিভিন্ন অপেরাধে আয়োজন বেকারিকে দুই লাখ টাকা, আলিফ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারকে এক লাখ টাকা ও আমানিয়া রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আক্তারুজ্জামান আরও বলেন, অভিযানকালে প্রতিষ্ঠান গুলোর ফ্রিজে এবং স্টোরে লেবেলবিহীন প্রচুর খাদ্য মজুত করতে দেখা যায়। যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। পরে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত ও বিক্রিতে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি কমাতে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে নিরাপদ খাদ্য কর্তপক্ষের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আফিফা সিদ্দিকা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী, সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।