মো: সাদ্দাম হোসেন, স্টাফ রিপোর্টার:
নোয়াখালীতে জাতীয় দৈনিক সরেজমিন বার্তা-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ বেলাল হোসাইন ভুঁইয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া মাহফিল এবং কেক কাটার আয়োজন করা হয়।
৫ জানুয়ারি, রবিবার বিকেল ৪টায় নোয়াখালী মাইজদী শহরের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক সরেজমিন বার্তার নোয়াখালী জেলা ব্যুরো চীফ মোজাহের ইসলাম নাঈম এবং সঞ্চালনা করেন পত্রিকার স্টাফ রিপোর্টার ইমতিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় দৈনিক সরেজমিন বার্তার বার্তা সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হুমায়ুন কবির, প্রকাশক ও সম্পাদক দৈনিক জনজমীন, এবং মোঃ নুরুল আহমেদ মিলন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক সরেজমিন বার্তা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
গিয়াস উদ্দিন স্বপন, সভাপতি, সেনবাগ উপজেলা প্রেসক্লাব এবং সেনবাগ উপজেলা প্রতিনিধি, দৈনিক ভোরের কাগজ।
আশরাফুল আলম সুমন, সাধারণ সম্পাদক, সেনবাগ উপজেলা প্রেসক্লাব।
রুমানা ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার এবং নবাগতা সদস্য, নোয়াখালী প্রেসক্লাব।
আনিসুজ্জামান টিটু, জেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক ভোরের চেতনা।
রফিকুল ইসলাম, ক্রাইম রিপোর্টার, জাতীয় দৈনিক সরেজমিন বার্তা।
সাদ্দাম হোসেন, স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক সরেজমিন বার্তা।
ছালাউদ্দীন, কবিরহাট উপজেলা প্রতিনিধি, জাতীয় দৈনিক সরেজমিন বার্তা।
নজরুল ইসলাম এরশাদ, স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক মুক্ত খবর।
মো: নুরুল করিম, সহকারী পরিচালক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নোয়াখালীসহ আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষাংশে দোয়া মাহফিল ও কেক কাটা হয়। বক্তারা জাতীয় দৈনিক সরেজমিন বার্তার সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।