মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪

নোয়াখালীতে ছেলের চুরির অপরাধে মাকে স্থানীয় জনপ্রতিনিধির প্রকাশ্যে লাঠিপেটা

Logo
ডেস্ক রিপোর্ট মঙ্গলবার, ২৯ ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ণ

মোজাহের ইসলাম নাঈম
নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বার ইউনিয়নে ছেলের (২০) বিরুদ্ধে মোবাইল চুরির অপবাদ এনে গ্রাম্য সালিসে মাকে (৪০) প্রকাশ্যে লাঠিপেটার ঘটনা ঘটেছে। ঘটনাটি প্রায় এক বছর আগের হলেও শনিবার (২৬ অক্টোবর) বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওটি সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের।

লাঠিপেটা করা জনপ্রতিনিধির নাম আইয়ুব আলী ওরফে তিন আঙুলের মেম্বার। তিনি সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি ও একই ওয়ার্ডের শামসুল হকের ছেলে।

ভাইরাল হওয়া ১ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, আশপাশে নারী-পুরুষ, ছোট-বড় মানুষ জড়ো হয়ে আছেন। মাঝখানে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছেলের অপরাধে মায়ের সম্পৃক্ততার কথা বলা হয়। অভিযোগ অস্বীকার করলে একপর্যায়ে উপর্যুপরি লাঠিপেটা করতে থাকেন ইউপি সদস্য আইয়ুব আলী। এ সময় পাশের কেউ কেউ ছেলের অপরাধের জন্য মাকে না মারার অনুরোধ করলেও কথা শুনেননি ইউপি সদস্য। আবার একই ভিডিওতে তার দেবর মোহাম্মদ মহসিন মাঝিকে (৪২) গালমন্দ করে তাকে মারার জন্য উদ্বুদ্ধ করতে দেখা যায়।

স্থানীয় কয়েকটি বাড়িতে চুরির অভিযোগে প্রায় এক বছর আগে এই সালিস ডাকা হয়।

ভুক্তভোগী ওই নারী বলেন, ‘আমার ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ করা হয়। তারপর আমাকে দোষী করা হয়। মেম্বার আইয়ুব আলী সবার সামনে আমাকে লাঠিপেটা করেন। আমি তখন অপরাধীর মা তাই কারও কাছে ন্যায়বিচার পাইনি। ঘটনাটি আমি কাউকে জানাতে পারিনি কারণ আইয়ুব আলী মেম্বার আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য।’

ভুক্তভোগী নারীর স্বামী বলেন, ‘আমার ঘরবাড়ি লুট করা হয়েছে। আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটা অনেক আগের। তবে আমরা মুখ খুলতে পারতাম না। আমাদের অনেক শাস্তি দেওয়া হয়েছে। আমি সবার শাস্তির দাবি করছি।’

ADVERTISEMENT

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করলেও ভিডিও পুরোনো বলে জানান ইউপি সদস্য আইয়ুব আলী। তিনি বলেন, ‘চুরির অপবাদ ছিল সত্য তবে আমি তাঁদের আত্মীয় হই। সে জন্য শাসন করছি। আর ভিডিওটি এক বছর আগের। আমি দুইবারের ইউপি সদস্য। আওয়ামী লীগের সমর্থক। পুরোনো ভিডিও দিয়ে বর্তমান সময়ে বিএনপির লোকেরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

এ বিষয়ে চরজব্বর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘আপনার কাছে শুনলাম মাত্র আমি ভিডিওটা দেখিনি। এছাড়াও কেউ থানায় অভিযোগ করেনি। আপনার কাছে থাকলে আমাকে ভিডিওটা দিয়েন। এছাড়াও যদি অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব আরিফুজ্জামান নয়ন এর পক্ষ থেকে মাগুরাতে জাতীয় বিপ্লব ও সংহতি …

মাহমুদুল হাসান, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ দীর্ঘ ১৮ বছর পর কোনো বাধাবিঘ্ন ছাড়াই খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় সমাবেশ করলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, …

মোঃ আলমগীর হোসাইন, গাজীপুর প্রতিনিধিঃ শরিয়তপুর জেলার গোসাইরহাটে স্ত্রীকে হত্যার চেষ্টা, সন্তানদের চিৎকারে প্রতিবেশির আগমনে প্রানে বেঁচে গেল দুই সন্তানের জননী মোছাঃ …

স্টাপ রিপোর্টার গতকাল (১০ই নভেম্বর ২০২৪ )রোজ রবিবার যুক্তরাজ্যের মহিলা দলের সদস্যসচিব বিএনপির কান্ডারী, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ …