ইমতিয়াজ উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ
শনিবার, ২৬ অক্টোবর দুপুরে নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে ময়দানে খেলাফত মজলিসের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের উত্তর জেলা সভাপতি হাফেজ মাওলানা সালাউদ্দিন এবং পরিচালনা করেন শায়েখ ইউসুফ আল মাদানী।
গণসমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা বোরহান উদ্দিন হাক্কী, যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা খালেদ মাহমুদ এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নোয়াখালী সভাপতি আব্দুর রহমান জিহাদী।
প্রধান বক্তা মাওলানা মামুনুল হক তার বক্তব্যে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার সঠিক বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না; দীর্ঘায়িত করলে জাতির কাছে জবাবদিহি করতে হবে।” এ সময় তিনি জাতির এই ক্রান্তিলগ্নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।