
জুনায়েদ কামাল : স্টাফ রিপোর্টার
নোয়াখালীতে চরমোনাই পীরের দল ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মাইজদী জেলা কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মুফতী আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. ইব্রাহীম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব কামাল উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ নেছার উদ্দিন সুমন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি, মাও. মাহমুদুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক, মাওলানা আলা উদ্দিন হারুন।ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা ইউসুফ ভূঁইয়া। সাধারণ সম্পাদক, হাফেজ কাউসার আহমেদ। বাংলাদেশ মুজাহিদ কমিটির নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সদর মাওলানা শহিদুল ইসলাম। কুরআন শিক্ষা বোর্ড এর সাধারণ সম্পাদক, মাওলানা রেদওয়ানুল বারী প্রমূখ।
জেলা সম্মেলনে অতিথিরা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে ৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করেন। নতুন কমিটিতে মুফতী আব্দুল আজিজকে সভাপতি, মাওলানা আব্দুল করীম জিহাদীকে সিনিয়র সহ-সভাপতি ও মাওলানা মুহাম্মদ ইব্রাহীমকে সাধারণ সম্পাদক করা হয়।