মোজাহের ইসলাম নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালী সদর সুধারাম মডেল থানার অন্তর্গত আন্ডারচর ইউনিয়নের বাংলা বাজার এর বাজার কমিটির উদ্যোগে আয়োজিত আনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টার সময় এই সভা অনুষ্ঠিত হয়ছে এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে।
নোয়াখালী সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ইসলাম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আবু তাহের।
বাজার কমিটি সভাপতি সেক্রেটারি স্থানীয় নেতৃবৃন্দ ব্যবসায়িক গ্রামবাসী আনুমানিক ২০০ থেকে ২৫০ জনের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
বাজারের ব্যবসায়ীদের অংশগ্রহণে সভায় অতিথিবৃন্দ বলেন, বাজার ও বাজার সংশ্লিষ্ট এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। তারা আরও তৎপরতার সাথে কাজ করবে, একাজকে সফল করতে ব্যবসায়ীসহ এলাকার সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। চুরিসহ সকল অপরাধ দমনে পুলিশ-জনতা ঐক্যবদ্ধভাবে কাজ করলে অবশ্যই সফলতা আসবে। ব্যবসা প্রতিষ্ঠান অরক্ষিত রেখে গেলে নিশ্চিন্ত থাকা যায়না। বাজারের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ী ও বাজার কমিটিকে দায়িত্ব পালন করতে হয়। কিন্তু বাজারে বাজার কমিটি ও নৈশ প্রহরী না থাকাটা হতাশা জনক।
মতবিনিময়কালে বাজার কমিটি গঠন, নাইটগার্ড নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। বাজার এলাকা থেকে চাঁদাবাজীসহ সকল অনিয়ম দুর্নীতি রোধ করতে পুলিশ কঠোর থাকবে। কোন প্রকার দুর্নীতি, চাঁদাবাজীর ঘটনা ঘটলে সাথে সাথে ওসিকে জানালে দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়া হবে