মোজাহের ইসলাম নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালী সদর উপজেলার ৭ নং ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজারের পূর্ব পাশে পূর্ব শ্তল্লুকিয়া গ্রামের কলোনির অসহায় নারী ছকিনা খাতুনের বাড়িতে প্রতিবেশি আনোয়ার সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা ও ভাঙচুর করে।
(১২ এপ্রিল ২০২৪) রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় আনোয়ার ও কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে ছকিনা খাতুন বাড়িতে এসে হামলা ভাঙচুর করে এই বিষয়ে ছকিনা খাতুন দৈনিক সরেজমিন কে বলেন
পূর্ব শত্রুতার জের ধরে একের পর এক হামলা চালাচ্ছে আমাদের বসতবাড়িতে এসে। আনোয়ার ও তার সন্ত্রাসী বাহিনী
আনোয়ার বাহিনীর নেতৃত্বে অতর্কিতভাবে দা, লোহার ফাইভ নিয়ে সজ্জিত হয়ে আমার বাড়িতে হানা দেয়। এসময় দরজা, জানালাসহ বাড়ির ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর এবং আমাকে মারধর ও নির্যাতন করে এই হামলায় আমি গুরুতর আহত হয়েছি। এছাড়াও আমার মেয়েকে টানা-হেঁচড়াসহ নির্যাতন করছে তারা।
তিনি আরও বলেন, আনোয়ার নেতৃত্বে আমাদের বসতবাড়িতে হামলা চালায়।
এই বিষয়ে ওই এলাকার মসজিদ কমিটির সভাপতি মোঃ কামাল দৈনিক সরেজমিন কে বলেন আনোয়ার নামের এ ব্যক্তি দীর্ঘদিন যাবত ছকিনা নামের অসহায় নারীকে দীর্ঘ এক বছর ধরে এই অসহায় নারীর বাড়িতে কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে হামলাও ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া যায় এই বিষয়ে আনোয়ারকে বললে আনোয়ার সমাজের কারো কথা শুনে না আরো আমাদেরকেও হুমকি দিয়ে যায় বলে জানান মোঃ কামাল
মোঃ মাহাবুব হাসান সাদ্দাম বলেন
আমার বাবা একজন সাবেক ইউপি সদস্য ছিলেন তখন ছকিনা খাতুন আমার বাবার কাছে এ বিষয়টি জানায় তখন আনোয়ারকে জিজ্ঞেস করলে আনোয়ার অস্বীকার যায় এবং বিচার অমান্যতা করে বলে জানাই
মোঃ মিজান বলেন ছকিনা নামের এই নারী প্রতিনিয়ত আনোয়ার ও তার সন্ত্রাস বাহিনী হাতে নির্যাতন শিকার হচ্ছে বলে জানান
ইউপি সদস্য মোঃ কালাম দৈনিক সরেজমিন কে বলেন ছকিনা নামের এই নারী দীর্ঘদিন ধরে আনোয়ারের বিরুদ্ধে আমাকে বিচার দেন আমি দুই পক্ষকে যখন ডাকি তখন আনোয়ার বিচারে আসেনা আমি তখন ছকিনা কে থানায় সাধারণ একটা ডাইরি করতে বলি মূলত আনোয়ার নামের এই ব্যক্তি সমাজ পর্যায় কাউকে মানে না বলে জানান ইউপি সদস্য কালাম
ছকিনা খাতুন বাদী হয়ে নোয়াখালী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট আদালতে (০৭সেপ্টেম্বর ২০২৩) রোজ বৃহস্পতিবার পিটিশন মামলা দাখিল করেন মামলা নাম্বার ২৩৬
এই বিষয় জানার জন্য আনোয়ার কে বার বার ফোন করলে ওনার ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়
ছকিনার স্বামী মহসিন দৈনিক সরেজমিন কে বলেন একের পর এক আমার বাড়িতে এসে হামলা চালিয়েছে। আনোয়ার ও তার সন্ত্রাসী বাহিনী আমরা এখন জীবনের নিরাপত্তায় ভুগছি। যেকোন মুহুর্তে আমাদের প্রাণ হানি করার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে প্রশাসনের কাছে আমাদের জীবনের নিরাপত্তা হস্তক্ষেপ কামনা করছি।