
দেলোয়ার হোসেন
অস্ত্র জঙ্গি সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে গত (০৭ অক্টোবর ২০২৩) তারিখ সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিমে তথ্য প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে জানতে পারেন যে, সন্ধ্যার পর যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের কতিপয় সদস্য একত্রিত হবে। উক্ত এলাকার অভিযান পরিচালনা করে আনসার আর ইসলামের আমির সহ৫ সহযোগিকে গ্রেফতার করেন ৷ গ্রেফতার কৃতরা হলেন-(১) ইহছানূর রহমান @ মুরাদ @ সাইফ (২৬) (২) মোঃ সাখাওয়াতুল কবির @ আনিস @ রফিক (৪৫) (৩) বখতিয়ার রহমান @ নাজমুল (৩০) (৪) ইউসুফ আলী সরকার (৩১), (৫) জাহেদুল ইসলাম @ আশ্রাফ (৩৫)।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ০২টি দেশীয় পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “ইসলাম আল আনসার” এর সদস্য। তারা ঢাকায় বিভিন্ন জায়গা নাশকতা সংঘটনের উদ্দেশ্যে একত্রিত হয়েছিল বলে জানায়। তারা আরও জানায় সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে অত্যন্ত গোপনীয়তায় মোবাইল অ্যাপসের মাধ্যমে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আসামীদের দখল হতে উদ্ধারকৃত অস্ত্র-গুলি সম্পর্কে বৈধ কোন কাগজপত্র নেই। তাদের ঢাকায় আস্তানাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কৌশলে প্রশ্নের জবাব এড়িয়ে যায়। উল্লিখিত গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা পরস্পর যোগসাজসে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত “আনসার আল ইসলাম” এর সদস্য এবং অবৈধভাবে অস্ত্র-গুলি নিজ দখলে রেখে, নাশকতামূলক কর্মকান্ড সংঘটনের ষড়যন্ত্র করে, মোবাইলের মাধ্যমে গোপনীয় অ্যাপস ব্যবহার করে সংগঠনের তথ্য আদান-প্রদান করে আসছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে ১টি মামলা রুজু হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।