কে, এম সুজন, নিজস্ব সংবাদদাতাঃ
বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের চলমান আওয়ামীলীগ সরকারের তোষামোদকারী হিসাবে নির্বাচন কমিশনের তিন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।
নির্বাচন কমিশনের বিশেষ সূত্রে জানা যায় , এই বিষয়ে (মোহাম্মদ শহিদুর রহমান) সহকারী সচিব (জ,ব,-১)স্বাক্ষরিত ২৪-০৯ ২০২৪ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী উক্ত তিন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।
বিশেষ সূত্রে আরও জানা যায় যে মোহাম্মদ জিল্লুর রহমান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া থাকা কালীন বিগত সময় সরকারের আইনমন্ত্রী জনাব আনিসুল হক এর একমাত্র আস্থাভাজন ব্যক্তি হিসেবে কাজ করতেন তিনি।
নির্বাচন কমিশন সচিবালয়ের সংস্কার হিসেবে তিন কর্মকর্তাকে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন কর্মস্থলে বদলি করা হয়, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ঢাকাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসচিব নির্বাচন কমিশন সচিবালয়ে বদলি করা হয়, মোহাম্মদ জিল্লুর রহমান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সিলেট কে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব নির্বাচন কমিশন সচিবালয়ে বদলি করা হয়, মোহাম্মদ রবিউল আলম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নরসিংদীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্ম কর্তা সিনিয়র সহকারী সচিব নির্বাচন কমিশন সচিবালয়ে বদলি করা হয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত পদে বহাল থাকবেন।