ইমতিয়াজ উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ
মঙ্গলবার, ১২ নভেম্বর বিকাল ৫ টায় নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে ময়দানে আয়োজিত এক জনসমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের ডেটলাইন নির্ধারণে দ্বিধা ও সংকোচ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “আপনারা জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসে তাদের আশা পূরণে ব্যর্থ হয়েছেন।”
সরকারের সিন্ডিকেট নিয়ন্ত্রণে অক্ষমতা ও বাজারে পণ্যের উচ্চমূল্য নিয়েও তিনি কড়া সমালোচনা করেন। “আলুর দাম নিয়ন্ত্রণ করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কাম্য নয়,” বলেন তিনি।
শেখ হাসিনা সরকারের সমালোচনা করে রিজভী দাবি করেন, সরকারের বিভিন্ন সিদ্ধান্ত জনগণের স্বার্থের পরিপন্থী। সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এবং আন্দোলন সংগ্রামে নিহত ও আহত নেতাকর্মীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ADVERTISEMENT