নির্বাচনের কথা শুনে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। ফখরুল সাহেব বলছেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ১০ শতাংশ ভোটও পাবেনা। অথচ ১৯৭৯ সালের নির্বাচনে জিয়াউর রহমান আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর স্টিমরোলার চালিয়েছিলো। তখন আওয়ামী লীগসমর্থকদের ঠিক মতন ভোট দিতে দেওয়া হয়নি। সেই নির্বাচনেও আওয়ামী লীগ ৩৩ থেকে ৩৪ শতাংশ ভোট পেয়েছিল। ইনশাআল্লাহ্আগামীতেও নির্বাচন সুষ্ঠু হবে। আমার বিশ্বাস বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তবে তারা ১০ শতাংশ ভোট পাবে না। এজন্যই বিএনপিনির্বাচন আর জনগণকে ভয় পায়।
শনিবার (১০ জুন) বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কর্তৃক সাবেক সাংসদ ও চট্টগ্রামদক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, মার্কিন ভিসা নীতি শোনার পর তাদের মাথা আরো খারাপ হয় গেছে। কারণ এখন তারা আগের মতন নির্বাচনপ্রতিহত করার কথা বলতে পারবে না, নির্বাচন বর্জনের কথাও বলতে পারবে না। সুতরাং বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে।বিএনপির প্রতি অনুরোধ আপনারা নির্বাচনী খেলায় অংশগ্রহণ করুন। আগামী নির্বাচনে আমরা খেলে গোল দিতে চাই।
স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, মোছলেম ভাই তৃণমূলের কর্মী থেকে নেতায় রূপান্তরিত হয়েছিলেন। তিনি একাধারে চট্টগ্রাম নগর ছাত্রলীগ, দক্ষিণজেলা আওয়ামী যুবলীগ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছেন। পরে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। প্রয়াত নেতা এবিএমমহিউদ্দীন চৌধুরী ও মোছলেম ভাই এক সাথে পাকিস্তানীদের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন। এরকম একজন নেতা একদিনে গড়ে ওঠে না। মোছলেমউদ্দিনের মৃত্যুর মধ্যদিয়ে সত্যিই আমরা একজন অভিভাবককে হারিয়েছি।
এসময় বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিকসম্পাদক নোমান আল মাহমুদ এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম, সাবেক সহ-সভাপতিএসএম আবুল কালামসহ অসংখ্য নেতা প্রয়াত মোছলেম উদ্দিন আহমদ ও মো. নুরুল আলমএর প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদেরস্মৃতিচারণমূলক বক্তৃতা করেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।