এম এ শাহিন হোসেন:
কুষ্টিয়ার কুমারখালীতে বিভিন্ন বেকারি, মিষ্টির দোকান ও মুদি দোকানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুমারখালী বাজার ও আলাউদ্দিন নগরে এই অভিযান পরিচালিত হয়।
মোবাইল পরিচালনা করেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কুষ্টিয়া নিরাপদ খাদ্য অফিসার সজিব পাল, এসময় কুষ্টিয়া জেলা সেনেটারি ইন্সপেক্টর আরাফাত আলী, কুমারখালীর ভারপ্রাপ্ত সেনেটারি ইন্সপেক্টর ফারুক হোসেন, নমুনা সংগ্রহ সহকারী শাহীনুর রহমান, নিরাপদ খাদ্য পরিদর্শক কুষ্টিয়ার অফিস সহকারী নজরুল ইসলাম, ল্যাব টেকনিশিয়ান জুরাইজ আহমেদ, ল্যাব সহকারী আবুল হাসনাত সহ অনেকে উপস্থিত ছিলেন।
খাদ্য ভেজাল সন্দেহে বিভিন্ন দোকান থেকে ল্যাব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। এবং দোকানদারদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।