কাজল মিয়া;
অদ্য ২১ নভেম্বর ২০২৪ খ্রি রোজ বৃহস্পতিবার দুপুর ১২.৪৫ মি. গ্জীপুর শহরের ডিসি অফিসের সামনে রাজবাড়ী রোডে রাণীবিসবাউবি এর ছাত্র-শিক্ষকদের উপস্থিতিতে এক মানববন্ধন অনুষ্টিত হয়।
বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এফ শাখার ছাত্র ইয়াসিন আদনান গত ১৯ নভেম্বর ২০২৪ তারিখ শহরের রেলক্রসিং রেলে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করে। ছাত্রের মৃত্যতে স্কুল পরিবার শোকাহত।
শহরের শিক্ষার্থী ও জনগন যেন নিরাপদে রাস্থায় চলাচল করতে পারে তার জন্য রেলক্রসিং ফুটওভারব্রীজ,স্কুলের সামনে সিএনজি,অটোরিকশা যানজট নিরসন, দ্রুত রাস্থা মেরামতের দাবি করা হয়।
উক্ত মানববন্ধনে বিদ্যালয়ের সিশি.. জনাব জসীম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জনাব আবু জাফর মু.সালেহ,মোখলেছুর চৌধুরী,নাসরিন আন্জুমান রুনী, শিক্ষার্থী শেখ আবু রায়হান,আব্দুল্লাহ,আদিব মাহমুদ সহ অনেকে। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃঅক্তার হোসেন মিয়া।
মানববন্ধনে নিহত ছাত্রের নানা পিটিআই সহকারি সুপার সুলতান উদ্দিন মুকামিও বক্তব্য রাখেন।
উপস্থিত সাংবাদিকবৃন্দ,অভিভাবক, শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে প্রধান শিক্ষক বক্তব্য শেষ করেন।