নিজস্ব প্রতিবেদক,এম এ ফয়সাল মুর্শেদ-ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ সহ জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এর বিশেষ অভিযান পরিচালিত নাসিরনগর হতে দুই কেজি গাঁজা ৪৮ পিস মরণনেশা ইয়াবা ট্যাবলেট সহ আল আমিন ও সাকিব নামের দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করছেন।
থানা পুলিশ সুত্রে জানা গেছে নাসিরনগর থানার পুলিশের এ এস আই কামরুল হোসেন সঙ্গীয় কনস্টেবল রানা আর জাফরকে সাথে নিয়ে কুন্ডা ইউনিয়নের বেরুইন গ্রামের কুখ্যাত মাদক ব্যাবসায়ী আল আমিন (২৬) কে হাতে নাতে গ্রেপ্তার করে। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ার গোয়েন্দা পুলিশ ডিবির এস আই মনিষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে নাসিরনগর সদরে অভিযান পরিচালনা করে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পুর্বে অবস্থিত কাদরিয়া মার্কেটের সামনে থেকে সাকিব (২১) নামের এক যুবককে ৪৮ ফিস ইয়াবা সহ গ্রেপ্তার করে।
জানা গেছে সাকিবের গ্রামের বাড়ি বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের চান্দের দিঘির পার। সাকিবের বাবার নাম শাহজাহান মিয়া ও মাতার নাম পারভীন বেগম। নাসিরনগর থানার এস আই রূপন নাথ জানান তাদের বিরোদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।