সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

নারী ক্রিকেটার স্বর্ণা আক্তারের চুরি হওয়া মালামাল উদ্ধার চোর আলামিন গ্রেফতার

Logo
delowar621@hotmail.com বুধবার, ৩১ ২০২৪, ৭:১১ অপরাহ্ণ

দেলোয়ার হোসেন

গত (২৯ জানুয়ারি ২০২৪ )তারিখ রাজধানীর তেজকুনীপাড়া খেলাঘর মাঠে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও তার সতীর্থ খেলোয়াড়দের সাথে অনুশীলনকালে তার ব্যবহৃত দুটি আইফোন চুরি হয় এবং একইদিনে তার বাসা থেকে ৩,৫০০ মার্কিন ডলার, ব্যাংকের চেক বই ও ভিসা কার্ডসহ মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনাও ঘটে। উক্ত ঘটনায় ক্রিকেটার স্বর্ণা আক্তার রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি চুরির মামলা দায়ের করেন; যার মামলা নং-৫১৬(৫)/২, তারিখ ৩০ জানুয়ারি ২০২৪। উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে ব্যাপক আলোচিত হয়। উক্ত চুরির ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে র‌্যাব।

 

এরই ধারাবাহিকতায় গত রাতে র‌্যাব-১৩ ও র‌্যাব-২ এর একটি আভিযানিক দল দিনাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চুরির ঘটনার সাথে জড়িত এবং একমাত্র আসামি মোঃ আল-আমিন দেওয়ান @আযান (২৯), পিতাঃ মৃত আবুল কালাম, চকবাজার, ঢাকাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ০৪টি আইফোনসহ ০৫টি মোবাইল ফোন, প্রাইম ব্যাংকের ০১টি চেক বইয়ের পাতা, প্রাইম ব্যাংকের ০১টি মাস্টার কার্ড, বেশ কিছু বৈদেশিক মুদ্রা, ০৩টি হাত ঘড়ি, ০৪টি চেইন, ০১টি নোজপিন, ০১টি ব্রেসলেট, ০২টি আংটি ও ০১টি হ্যান্ড ব্যাগ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আল-আমিন উক্ত চুরির ঘটনার সাথে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করে

ADVERTISEMENT

রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের নির্বাহী …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে মিলাত …

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …