কুষ্টিয়া প্রতিবেদক : নারায়নগঞ্জ প্রেস ক্লাবে কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ কুশল বিনিময় করেন। শনিবার দুপুরে নারায়নগঞ্জ প্রেস ক্লাবে নারায়নগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, নারায়নগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন এর সাথে বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বৈঠক করেন। এসময় উভয় জেলার সাংবাদিকতা ও সংবাদপত্রসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার নেতৃবৃন্দকে নারায়নগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম ইউনিয়নের কার্যালয়ে নিয়ে যান। সেখানে সাংবাদিক ইউনিয়নের নেতা আহসান সাদিক শাওন, আফজাল হোসেন পন্টিসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ADVERTISEMENT
0