এইচ এম আমজাদ হোসেন মোল্লা
ডিপিডিসি এনওসিএস নারায়নগঞ্জ পূর্ব ও পশ্চিম দপ্তরে গত রাতে ডাকাতি ঘটনা ঘটে। এই বিষয়ে সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উচ্চ পর্যায়ের অফিসার ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এই সময় এনও সিএস নারায়ণগঞ্জ( পূর্ব )ডিপিডিসি ডিভিশনের নির্বাহী প্রকৌশলী নাঈম হাসান মাহমুদ , ঘটনার বিবরণ তুলে ধরেন , বয়ান শোনার পর পুলিশ কর্মকর্তা ডিপিডিসি অকাঙ্খিত ঘটনার বিষয় দুঃখ প্রকাশ করেন,ডিপিডিসির কর্মকর্তাদের বলেন আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন,পুলিশ আপনাদের পাশে আছে ।
ADVERTISEMENT
0