
রিপোর্টার মোঃ সজীব
দীর্ঘ ১৬ টি বছর রাজপথে অকুতু ভয় সৈনিকের মত, জেল জুলুম মামলা হামলাকে উপেক্ষা করে, বারবার কারাবরণ করেছেন সাধারণ মানুষের অধিকারের জন্য, ফ্যাসিবাদী সরকার যার কণ্ঠ রোধ করতে পারে নাই, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদ।
তারই উত্তরসূরী ছাত্র জনতার আন্দোলনের মাঝে যার ছবিটি আমরা বারবার দেখতে পেয়েছি, নতুন প্রজন্মের অহংকার, নম্র, ভদ্র,মিষ্টিভাষী, পরোপকারী, কর্মীবান্ধব পরীক্ষিত ত্যাগী নেতা, সিদ্ধিরগঞ্জ ৪ নং ওয়ার্ডের গণ মানুষের নেতা জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আইয়ুব আলী মুন্সী ৩ নং ওয়ার্ডের জনসভায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদের হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানান।
হাজার হাজার মানুষের জনসভায় বজ্র কন্ঠে বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল তারা চাঁদাবাজি মাদক ব্যবসা, লুটতরাজে ব্যস্ত ছিল, একজন রিক্সাওয়ালার কাছ থেকেও চাঁদা নিতে ওরা দ্বিধাবোধ করে নাই।
উনি বলেন চাঁদাবাদ সন্ত্রাস মাদক ব্যবসায়ী যত বড় শক্তিশালীই হোক আমরা তাকে ছাড় দেব না, নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন ছাত্র জনতা মিলে যে বিজয় আমরা ছিনিয়ে এনেছি তা ধুলিস্যাৎ হতে দেব না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটা সমাজ গড়ে তুলে যেতে চাই।
তিনি আরো বলেন ক্ষমতা কারো চিরস্থায়ী নয় সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করুন, কেউ যদি বিএনপি বা তার অঙ্গ সংগঠনের নামে কোন অপকর্ম করে তাকে আইনের হাতে সোপর্দ করুন।
উক্ত সভায় সানারপাড়,মৌচাক, মুক্তিনগর,রসুলবাগ ও নিমাই কাশারীর হাজার হাজার ছাত্র-জনতা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।