
ডেস্ক নিউজ– গ্রুপ থিয়েটার নাট্যাধারের ১৮ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে নাট্যাধারএর ১ম প্রযোজনা “শিখণ্ডী কথা” নাটকের ৮০ তম মঞ্চায়ন হবে ।
সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর মঞ্চায়ন হবে।
এর আগে ৩০ অক্টোবর ২০০৬ সালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়নে দীর্ঘ ৯ মাসের মহড়া শেষে নাটকটি উদ্বোধনীমঞ্চায়ন করেছিল নাট্যাধার। নাটকটির রচয়িতা আনন জামান এবং নির্দেশক মোস্তফা কামাল যাত্রা।
নাটক “শিখণ্ডী কথা” এর ৮০ তম প্রদর্শনীতে অভিনয় করবেন জামাল হোসাইন মঞ্জু, খন্দকার মুর্তাজা আলী, বাহা উদ্দিন মিরান, নাদিরা সুলতানা হেলেন, হারুন অর রশিদ, আশিফ শুভ, ইমতিয়াজ ইমতি, আতাউর রহমান মুন্না, সুজন দত্ত, সুপ্রিয়া চৌধুরী, আশিকআরেফিন, মোহাম্মদ নাছির, মান্না জাকির তমাল, মোহাম্মদ রাসেল, মুক্তা বিশ্বাস, পাপিয়া দাশ জয়া, শ্রী রুবেল চৌধুরী, রূপা আক্তার, মোহাম্মদ রায়হান, সাদেক কাসিফ, ফজলে রাব্বি, জসীম উদ্দীন আহমেদ, নজরুল ইসলাম তুহিন, মোহাম্মদ সুলতান প্রমুখ।
নাটকটির সম্পাদনা, সংগীত পরিচালনা ও সহ নির্দেশক হলেন জামাল হোসাইন মঞ্জু, আবহ পরিকল্পক জান্নাতুল পিংকি, আলোকপরিকল্পক মুরাদ হাসান, দ্রব্য সম্ভার পরিকল্পক মোহাম্মদ সুলতান, পোষাক পরিকল্পক হারুন অর রশীদ এবং রূপসজ্জা পরিকল্পক শাহীনচৌধুরী।