নাটোরঃ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মব জাস্টিসের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার বিকেলে নাটোর মাদ্রাসা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’র কর্মীরা। এসময় সমাবেশ থেকে সকল ধরনের বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধের দাবি জানান তারা।
ইউসুফ আলী
নাটোর