
ইউসুফ আলী
নাটোর প্রতিনিধি:
তোমার-আমার বাংলাদেশে’ ভোট দিব-মিলেমিশে’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে পালিত হয়েছে সপ্তম জাতীয় ভোটর দিবস। এ উপলক্ষে রবিবার দুপুরে নাটোর জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক র্যালী বের করা হয়। পরে সেখানে ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে বক্তব্য দেন, পুলিশ সুপার আমজাদ হোসেন, জেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম সহ অন্যান্যেরা। এসময় বক্তারা বলেন, ভোট প্রদান করা একজন নাগরিকের জাতীয় দায়িত্ব। এজন্য সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ সৃষ্টি করা সরকারের দায়িত্ব। নিয়মমেনে ভোটার হওয়ার পাশাপাশি সকলেই যেন ভোট দিতে পারে সেজন্য উদ্বুদ্ধ করা হবে।