
নাটোর প্রতিনিধি
নানা আয়োজনে নাটোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জোশনে জুলুম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার বেলা ১১ টার দিকে আহলে সুন্নাতওয়াল জামাআত নাটোর জেলা শাখার আয়োজনের বিশাল শোভাযাত্রা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও মন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ,যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, আহলে সুন্নাতওয়াল জামাআত নাটোর জেলা শাখার সভাপতি আব্দুল ওহাব, সাধারন সম্পাদক আলাউদ্দিন নিজামী সহ খানকা শরীফের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন এ দেশের মওলানা আলেম তাদের কে নির্যাতন করেছে। আলেমরা ধর্মসভা করতে পারে না। আলেমরা রাস্তায় বের হতে পারে না। আমরা দেখেছি নগ্ন নৃত্য এগুলো করতে পারমিশন লাগে না আর ধর্মসভা করতে পারমিশন লাগে। ধর্মসভায় আওয়ামীলীগের নেতাকে প্রধান অতিথি না করলে ধর্মসভা হবে না। আজকে আমি তো মনে করি এইটা আল্লাহর গজব ফেরাউন নমরুদ এর বংশধর এই সাড়ে ১৫ বছর দেশ শাসন করেছে। এইযে মওলানা দের কে কি ভাবে পিটিয়েছে আপনেরা যদি দেখতেন তাদের শরীর রক্তে রঞ্জিত হয়েছে, ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে।মওলানাদের কে পিটিয়ে জেলখানাতে মাসের পর মাস আটকিয়ে রেখেছে। আল্লাহর গজব আছে না আমি সব সময় বলি আল্লাহর মার দুনিয়ার বাইর। আল্লাহ এমন শিক্ষা দিয়েছে যে সব আওয়ামীলীগ পালিয়ে চলে গিয়েছে।