
ইউসুফ আলী
নাটোর প্রতিনিধি:
উত্তরের জেলা নাটোরে আজ থেকে শুরু হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ৫টি পয়েন্টে ভ্রাম্যমান ট্রাক সেলে পণ্য বিক্রির কার্যক্রম। উন্মুক্ত এ পদ্ধতিতে একজন ক্রেতাকে দেওয়া হচ্ছে স্বল্পমূল্যে তেল’ ডাল’ চিনি সহ মোট ৪টি পণ্য।
পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে আজ দুপুর থেকে নাটোর শহরের মাদ্রাসা মোড়’ বনবেলঘড়িয়া বাইপাস’ স্টেশন বাজার এবং বড়হরিশপুর বাইপাস মোড়ে উন্মুক্ত পদ্ধতিতে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়। এসব জায়গা থেকে প্রতিদিন ৪০০জন সাধারন ক্রেতা স্বল্পমূল্য ৬০টাকা কেজি দরে ২কেজি ছোলা; ২কেজি মসুর ডাল; ১০০টাকা লিটার দরে ২লিটার তেল এবং ৭০টাকা কেজি দরে ১কেজি চিনি কিনতে পারছেন। নাটোর সদরে ১২জন ডিলারের মাধ্যমে সরকারী ছুটির দিন ব্যতিত প্রতিদিনই এই কার্যক্রম চলবে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তক আক্তার জাহান সাথী। তবে বাজার দর থেকে কমমূল্যে পণ্য কিনতে পেরে খুশি সাধারণ ভোক্তারা।