
ইউসুফ আলী
নাটোর প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নাটোরের সিংড়া উপজেলার ১১নং ছাত্রদীঘি ইউনিয়ন কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষ্যে আজ বুধবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলার কালিগন্জ্ব বাজারে ইউনিয়নের কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ নং ছাতারদীঘি ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে । এসময় উপস্থিত নাটোর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক দাউদার মাহামুদ, নাটোর জেলা শাখার আহবায়ক হাসান আলী,সদস্য সচিব আবুহেনা মোস্তফা কামাল, যুগ্নআহবায়ক সাহাবুদ্দিন সাবু, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুর রহিম,নাটোর সদর থানা কৃষকদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন মেম্বার, কৃষকদলের যুগ্ন আহবায়ক ফজলুর রহমান,যুগ্ন আহবায়ক ফরহাদ আলী মিলু,পৌর কৃষক দলের আহবায়ক মনিরুল হাসান মনির, কৃষক দলের সদস্য মনিরুজ্জামান,সিংড়া উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আফসারুজ্জামান, কৃষকদলের সদস্য এম এ হেলাল, কৃষক দলের সদস্য অধ্যাপক হারুনর রশিদ সহ ইউনিয়ন নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন কৃষকরাই হলো দেশের প্রাণ। কৃষকরা খাদ্য উৎপাদন করে দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ করেন। দেশ নায়ক তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছে তার মধ্যে কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য নানা উদ্যোগ রয়েছে। এরই প্রেক্ষিতে নাটোর জেলার প্রতিটা ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। পর্যায় ক্রমে সকল ইউনিয়নে কৃষক সমাবেশ হবে।