ইউসুফ আলী
নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরন ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলস নগর কলেজে দিনব্যাপী এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাঃ আছাদুজ্জামান,সহকারী পরিচালক আলমাছ উদ্দিন, লালপুর উপজেলার মাধ্যমিক অফিসার ওয়াজেদ আলী মৃধা, কলস নগর কলেজের অধ্যক্ষ রকিবুল ইসলাম,কলস নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। পরে কলেজ প্রাঙ্গনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ADVERTISEMENT
0