
ইউসুফ আলী
নাটোর প্রতিনিধি:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৪ নং দয়ারামপুর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষ্যে আজ শনিবার বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর কেজি স্কুল মাঠে ০৪নং দয়ারামপুর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০৪ নং দয়ারামপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো:রওশন আলীর সভাপতিত্বে ।এসময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনসার আলী মন্ডল ,বাগাতিপাড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রেজাউল করিম , নাটোর জেলা শাখার আহ্বায়ক হাসান আলী,সদস্য সচিব আবুহেনা মোস্তফা কামাল, যুগ্মআহ্বায়ক সাহাবুদ্দিন সাবু, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহিম,নাটোর সদর থানা কৃষকদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মেম্বার,থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিপু , কৃষকদলের পৌর আহ্বায়ক মনিরুল হাসান মনির,জেলা কৃষকদলের সদস্য মহিউদ্দিন,কৃষক দলের সদস্য ফারুক, জেলা কৃষকদলের সদস্য ফজলুর রহমান,বাগাতিপাড়া পৌর কৃষকদলের সভাপতি গোলাম মোস্তফা , কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহম্মেদ , কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন মিলু সহ ০৪ নং দয়ারামপুর ইউনিয়নের সাধারন কৃষক ও বাগাতিপাড়া উপজেলার কৃষক দল ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সাধারন কৃষকদের মাঝে থেকে তাদের কষ্টের কথা ও কি ভাবে চাষাবাদ করলে সামনের দিনে কৃষকেরা বিএনপি সরকার থেকে সুবিধে বা কৃষকদের কষ্ট লাঘব হবে সেই বিষয়ে কৃষরা প্রশ্ন করে ও জেলার নেতা রা উত্তর দেন। তারেক রহমানের ৩১ দফা যেন কৃষকরা বুঝতে ও জানতে পারে এজন্য এই কৃষক সমাবেশ। বাংলাদেশে সকল ইউনিয়নের কৃষক সমাবেশ। বক্তারা আরো
বলেন, তারেক রহমানের ৩১টি দফা বাস্তবায়নে আমরা এ সমাবেশে অংশ গ্রহণ করেছি। বিএনপি সরকার গঠন করলে কৃষককে বিনামূল্যে সার,বীজ,খাল খননসহ সব ধরণের সুযোগ প্রদান করা হবে।