রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

নাঙ্গলকোটে গণ অধিকার পরিষদের উদ্যোগে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরন

Logo
Desk Report 2 শুক্রবার, ২৯ ২০২৪, ৬:৪২ অপরাহ্ণ

ইলিয়াস হোসাইন, নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার ১ নং বাংগডডা ইউনিয়নে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করেছেন যুব অধিকার পরিষদের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহ সভাপতি মোঃ জাফর আহমেদ মজুমদার এর নেতৃত্বে কুমিল্লা জেলার নেতৃবৃন্দ।
শুক্রবার (২৯ শে নভেম্বর) বিকেল তিনটায় নাঙ্গলকোট উপজেলার ১ নং বাংগড্ডা ইউনিয়নের বাংগড্ডা পূর্ব বাজার বটতলায় যুব অধিকার পরিষদের কার্যালয়ের সামনে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানটি মোহাম্মদ নাজমুল ইসলাম এর সঞ্চালনায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার গন অধিকার পরিষদের সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যুব অধিকার পরিষদের কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, গণধিকার পরিষদের কুমিল্লা জেলার যুগ্ন আহবায়ক মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ মোবারক হোসেন ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা জেলা, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি এস এন রাসেলসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, গণআধিকার পরিষদের জন্মই হয়েছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, কৃষকদের পক্ষে কথা বলার জন্য, কৃষক, শ্রমিক, জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার জন্য এই গণ অধিকার পরিষদ নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাবে।

প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিষ্ট সরকার গন অধিকার পরিষদের মহাসচিব কে অত্যাচারে শেষ সীমানায় পৌঁছিয়ে দিয়েছে, ন্যায়ের পক্ষে কথা বলার কারণে, গণমানুষের কথা বলতে যেয়ে, কৃষকদের পক্ষে কথা বলতে যেয়ে, অনেক অত্যাচারের শিকার হতে হয়েছে। অত্যাচারী বেশিদিন টিকে থাকতে পারে না আল্লাহ সেটাই দেখিয়ে দিলেন, সেই গণমানুষের পক্ষে ও কৃষকদের পক্ষে কথা বলার জন্যই তৈরি হয়েছে আজকের গণঅধিকার পরিষদ।

তিনি আরো বলেন, ইনশাআল্লাহ এই গণ অধিকার পরিষদ আপনাদের দোয়ায় এ জায়গায় এসে পৌঁছেছে এবং আগামীতে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সহযোগিতায় এগিয়ে যাবে আমি বিশ্বাস করি। ভার্চুয়াল কলে জাফর মজুমদার বলেন, নাঙ্গলকোটের গণমানুষের পক্ষে ও কৃষকদের ন্যায্য মূল্য আদায়ের অধিকার নিয়ে আজীবন কাজ করে যাব ইনশাআল্লাহ, বিনিময়ে আপনারা আমার জন্য দোয়া করবেন। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করেন জেলা নেতৃবৃন্দ, অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন তৌহিদুল ইসলাম ও রাহাতুল হাসান পরশ।

ADVERTISEMENT

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের পতিত …

মাসুম বিল্লাহ, আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছে। বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখল করে আসাদকে দেশ ছাড়তে …

আনিসুর রহমান পলাশ, স্টাফ রিপোর্টারঃ সোহাগ শ্রোতাদের জন্য সুখবর! দীর্ঘদিন অপেক্ষার পর সোহাগ শ্রোতাদের জন্য আগামী ১০ই ডিসেম্বর বিকাল তিন টায় ভয়েজ …

মোজাহের ইসমাইল নাঈম. ব্যুরো চীফ নোয়াখালী: এক সময়ের চিরযৌবনা,খরস্রোতা ও ব্যস্ততম সূর্যমুখী খাল এখন যৌবন হারিয়ে অস্তিত্ব সংকটে। যেখানে বছরের অধিকাংশ সময়ই …