মোঃ দেলোয়ার হোসেন:
রাজধানীর তেজগাঁও নাখালপাড়া এলাকায় (রাজউক)র নজর এড়িয়ে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ।
স্থানীয় সূত্র জানায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কোন প্রকার ইমারত নির্মাণ অনুমোদন ছাড়াই বহুতল স্থাপনাটি নির্মাণ করছেন স্থাপনা মালিক জানে আলম।
এমন তথ্যের সত্যতা নিশ্চিত হতে পূর্ব নাখালপাড়ার ২৩৮ নং হোল্ডিংয়ে গিয়ে দেখা যায় নির্মাণাধীন ভবনটির তিন তলার ছাদ ঠালাইয়ের কাজ চলমান রয়েছে এবং নীচতলায় সূ-বিশাল বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাড়া দেওয়া হয়েছে।
রাজউক নিয়ন্ত্রিত এলাকায় অনুমোদন ছাড়া ভবন নির্মাণের বিষয়ে জানার জন্য স্থাপনা মালিকের ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করে জানতে চাওয়া হয় ভবনটি আবাসিক না বাণিজ্যিক,জবাবে মালিক প্রথমে বলেন,বাণিজ্যিক আবাসিক দুটি আছে। পরবর্তীতে আবার বলেন এটি সাময়িক স্থাপনা তৈরি করা হয়েছে পরে ভেঙ্গে অন্যভাবে করবো।
বর্তমানে ভবনটি করা হয়ে গেছে এটি আমাদের ইচ্ছা মতো করেছি রাজউকের নিয়মের ভিতরেও না বাহিরেও না।
সরেজমিন দেখা যায় ভবনটি যেভাবে করা হচ্ছে তা সম্পূর্ণ রাজউকের বিধিমালা বহির্ভূতভাবে নির্মাণ কাজ করা হচ্ছে।