নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি,
নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে উত্তর বিছামারা কেজি স্কুল গেইট সামনে মকসুদ রহমানের মালিকানাদীন ৭ টি দোকানে মধ্য রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে।এতে ৫০ প্রায় লাক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। ঘটনাটি ঘটেছে ৬ নভেম্বর রাত দেরটার দিকে।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো, রহিম উদ্দীন চায়ের হোটেল, ভূট্ট সওদাগর ফার্ণিচার দোকান, ত্রিপন বড়ুয়া ওয়ার্কশপ,আব্দুর রহিম মুদির দোকান, মার্কেট মালিক মকসুদ রহমানের মালিকাধীন সোয়াইবের ৩টি টমটম গ্রেস বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত আবদুর রহিম জানান, সোমবার দিবাগত মধ্য রাত দেরটার টার দিকে নাইক্ষ্যংছড়ি কেজি স্কুল গেইট সংলগ্ন অর্থাৎ মদিনা তুল উলুম মাদরাসা নামে পরিচিত এলাকায় মকসুদ রহমান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও উপজেলার পার্শ্ববর্তী রামু উপজেলার ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই মার্কেটের ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা সত্যতা নিশ্চিত করে বলেন ক্ষতি গ্রস্তদের তালিকা করা হচ্ছে এবং কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে যাচাই করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান জানাল আগুনের খবর পাওয়ার সাথে সাথে পুলিশ সদস্যদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করে রামু ফায়ার সার্ভিসের সহযোগিতায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি এখনও জানা যায়নি। এদিকে
ক্ষতিগ্রস্তদের এবং এলাকাবাসীদের দাবী প্রতি বছর নাইক্ষ্যংছড়ি বিভিন্ন জায়গায় শীত মৌসুম আসার সাথে সাথে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এর থেকে রেহাই পাওয়ার জন্য একটি ফায়ারসার্ভিস ষ্টেশন স্থাপন করার দাবি এলাকা বাসির।