নাটোর প্রতিনিধিঃ
দেশ জুড়ে নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদ,বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ এবং প্রকৃত অপরাধীদের শাস্তি,চাঁদাবাজি,লুটপাট, দূর্নিতি বন্ধের দাবী ও আওয়ামীলীগ নেতা ও উপজেলার মাধনগর পুরুষোত্তমবাটি উচ্চ বিদ্যালয়ের দূর্নিতিবাজ প্রধান শিক্ষক অমল কুমারে গুন্ডাবাহিনী দ্বারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নলডাঙ্গার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্র-জনতা অংশগ্রহন করেন। আওয়ামীলীগ নেতা ও মাধনগর পুরুষোত্তমবাটি উচ্চ বিদ্যালয়ের দূনীতিবাজ প্রধান শিক্ষক অমল কুমারে গুন্ডাবাহিনী দ্বারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের লাঞ্ছিত করা প্রতিবাদ করেন বক্তারা এবং তার শাস্তি ও পদত্যাগ দাবিও করেন তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন,মোঃ বাদশা খান,মিলন হোসেন,কাজী সিহাবসহ প্রমুখ।