বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট নির্বাচিত রাশেদুল হাসান রিন্টু

Logo
Desk Report 2 বৃহস্পতিবার, ২৬ ২০২৪, ৬:০১ অপরাহ্ণ

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার:

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রাশেদুল হাসান রিন্টু। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে চেম্বার ভবনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া এই ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন বোর্ড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আব্দুল কাইউম মোল্লা এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে হাসিব আহম্মেদ মোল্লার নামও ঘোষণা করেছে। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য এডভোকেট মোহাম্মদ মাজেদুল হক রুবেল ও মো. মফিজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন নবনির্বাচিত ও পূর্বের কমিটির পরিচালকবৃন্দ, ব্যবসায়ী সমাজের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এর আগে সাধারণ শ্রেণির ১২ জন ও সহযোগী শ্রেণির ৬ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ শ্রেণির পরিচালকরা হলেন:
১. রাশেদুল হাসান রিন্টু
২. আব্দুল কাইউম মোল্লা
৩. মো. নাজমুল হক ভূঁইয়া
৪. মো. দেলোয়ার হোসেন দুলাল
৫. আওলাদ হোসেন মোল্লা
৬. মো. মোশারফ হোসেন
৭. মো. দেলোয়ার হোসেন
৮. মো. ছানাউল্লাহ মিলন
৯. নাসির আহমেদ রিগান
১০. মো. মনির হোসেন
১১. মো. নাসির উদ্দিন
১২. মো. রাজিবুল আলম

সহযোগী শ্রেণির পরিচালকরা হলেন:
১. হাসিব আহম্মেদ মোল্লা
২. মো. সারোয়ার হোসেন ভূঁইয়া ঝন্টু
৩. আসাদুজ্জামান
৪. এনায়েত সারজিদ
৫. মো. সোহেল সরকার
৬. ইফরান আহম্মেদ মোল্লা রিপন

নবনির্বাচিত পরিচালকরা নেতৃত্বে রাশেদুল হাসান রিন্টু নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট আব্দুল বাছেদ ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ২৬ ডিসেম্বর পরিচালকদের মধ্য থেকে অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বর বিকাল ৪টায় দুই বছর মেয়াদী চূড়ান্ত কমিটির ফলাফল ঘোষণা করবেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

লামা (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান লামা উপজেলার ৫টি ট্রাক্টর মহেশখালীতে পুড়ে দিয়েছে, সেখানকার আধিপত্য বিস্তারকারী দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ৫টি ট্রাক্টর পুড়েছে শুধু তাই নই; …

মোঃ কামরুজ্জামান সিনিয়র রিপোর্টার: লামা উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে লামায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় …

দেলোয়ার হোসেন রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা, প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এব; সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান এর …