বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

নরসিংদীর বেলাবতে সড়ক দূর্ঘটনায় উপজেলা উপ—সহকারী প্রকৌশলী নিহত।

Logo
Desk Report 2 সোমবার, ৩০ ২০২৪, ৯:৪১ পূর্বাহ্ণ

সাজেদুল হক প্রান্ত,

রিপোর্টার:

নরসিংদীর বেলাবতে মোটর সাইকেলের সাথে ট্রাক্টর (ইছারমাথা) সংঘর্ষে উপ—সহকারী প্রকৌশলী মো. ফয়সাল মোল্লা (৩১) নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে। বেলাব উপজেলা এলজিইডি প্রকৌশলী অফিসের উপ—সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালে বেলাব উপজেলা প্রকৌশলী অফিসে উপসহকারী প্রকৌশলী পদে যোগদান করেন তিনি।
জানা গেছে, উপসহকারী প্রকৌশলী ফয়সাল মোল্লা অফিসিয়াল কাজে মোটর সাইকেল যোগে বটেশ্বর গ্রামে যাচ্ছিলেন। বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের (ইছারমাথা) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রকৌশলী ফয়সাল রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা লোকজন আহত আবস্থায় বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মমতাজ সরকার বলেন, হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়েছে। ঘটনাস্থলেই তিনি মারা গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে বলেও তিনি জানান।
বেলাব উপজেলা প্রকৌশলী মো. গোলাম সারোয়ার জানান, অফিসিয়াল কাজে সকালে বের হন ফয়সাল। ২টা ৫ মিনিটে খবর পেয়েছি দুর্ঘটনা হয়েছে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বেলাব থানায় মামলার প্রস্তুতি চলছে। ট্রাক্টরটি (ইছারমাথা) জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে তবে তাকে আটকের চেষ্টা চলছে।

ADVERTISEMENT

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে …

মোঃ রাকিবুল ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধি: গতবছর রাজশাহী জেলার চারটি কলেজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এবং চট্রগ্রাম জেলার পাঁচটি কলেজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত …

মোঃরাকিবুল ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধিঃ টাকা মাত্র দশ হাজার খুলবে ব্যবসার দ্বার স্লোগানে-ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড বিজনেসম্যান ওয়েফেয়ার ফাউন্ডেশনের রাজশাহী জেলার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন …

মোজাহের ইসলাম নাঈম, ব্যুরো চীফ নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়ায় সিএনজি ড্রাইভারকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ই …