আমিনুর রহমান সাদী, নরসিংদীঃ
দেশব্যাপী কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যার দায় স্বীকার করে সুষ্ঠু বিচার এবং যেসব এলাকায় শিক্ষার্থী হত্যার ঘটনা ঘটেছে, সেখানকার পুলিশের ডিআইজি ও পুলিশ সুপারকে বরখাস্ত করাসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছে নরসিংদীর সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (৩১ জুলাই) দুপুরে নরসিংদী শহরের উপজেলা মোড় এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা পূর্ব নির্ধারিত শহরের দাসপাড়া ঈদগাহ মাঠে জড়ো হয়ে সেখান থেকে মিছিল সহকারে আদালত প্রাঙ্গনের দিকে যেতে চাইলে উপজেলা মোড় এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। পরে উপজেলা মোড়েই রাস্তায় বসে পড়ে শিক্ষার্থীরা।
এসময় পুলিশ তাদের ব্যারিকেড সৃষ্টি করলে এগুতে পারেনি শিক্ষার্থীরা। এ অবস্থায় হাতে প্লেকার্ড নিয়ে শ্লোগান দিতে থাকে তারা। এসময় “আমরা ভাই মরলো কেনো, শেখ হাসিনা জবাব চাই“ আমার ভাই কবরে, খুনি কেনো বাইরে” সকল শহীদ ছাত্রদের হত্যাকারীদের বিচার চাই, এমন শ্লোগানে মুখরিত করে তোলে। এতে উপজেলা মোড় এলাকার রাস্তায় যান চলাচল ঘন্টা খানেক বন্ধ থাকে।
এসময় আন্দোলনকারীদের সাথে দেখা যায় নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক নাদিরা ইয়াসমিন এবং গণ অধিকার পরিষদের নরসিংদী জেলা আহবায়ক এড. শিরিন সুলতানা বক্তব্য রাখেন।
গণ অধিকার পরিষদের নরসিংদী জেলা আহবায়ক এড. শিরিন সুলতানা জানান, সাধারণ ছাত্ররা কোটা সংস্কার নিয়ে যে যুক্তিযুক্ত আন্দোলন করে যাচ্ছে তা নিতান্তই যৌক্তিক। এই সাধারণ শিক্ষার্থীরা খালি হাতে কোন সরকার বিরোধী বা দেশ বিরোধী কোন আন্দোলনে নামেনি। তারা তাদের দাবী নিয়ে মাঠে নেমেছিল কিন্তু পুলিশ নির্বিচারে তাদের ওপর গুলি চালিয়ে হত্যা করেছে অসংখ্য ছাত্রকে। তাই এই নারকীয় হত্যার বিচারের দাবীতে আদালতে যাওয়ার পথে পুলিশ আমাদের বাধা দেন।
শুধু তাই নয়, শহরের কিছু আওয়ামী লীগ ও যুবলীগের চিহ্নিত নেতাকর্মী পুলিশের সাথে একাত্বতা পোষণ করে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। এসময় সহজ সরল শিক্ষার্থীদের কথা চিন্তু করে কোন রক্তপাত ছাড়াই ফিরে আসি এবং শিক্ষার্থীরা যার যার বাড়ি চলে যায়।