
সাজেদুল হক প্রান্ত (রিপোর্টার)
নরসিংদী মনোহরদীতে বড় ভাইয়ের তাণ্ডবে ছোট বোন সহ ভাগ্নি বাড়ী ছাড়া।
গত শনিবার (২১ ডিসেম্বর) মনোহরদী উপজেলার বকচর গ্রামে ছোট বোন হাজেরার বাড়িতে দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে হামলা চালায় বড় ভাই হুমায়ূন বাতিজা আল আমিন ও আবুবক্কর । এতে আহত হন হাজেরা (৪৮)ও তার মেয়ে তামান্না (২৫) অভিযোগ পাওয়া যায়।
এ ঘটনায় তামান্না আক্তার বাদী হয়ে নরসিংদী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন যার নং১০০৯/২০২৪
হাজেরা ও স্থানীয়দের সাথে কথা বলে এবং মামলা সূত্রে জানা গেছে, হাজেরার স্বামী এক মেয়ে রেখে অনেক আগেই দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে। হাজেরা বেগম এক মেয়ে নিয়ে দীর্ঘ দিন যাবত ওয়ারিশ সূত্রে বাপের বাড়িতে বসত ঘর করে বসবাস করে আসছে। হাজেরা কে বসত বাড়ী থেকে বিতাড়িত করার জন্য হাজেরার ভাই হুমায়ন,ভাতিজা আলা আমিন আবুবক্কর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণসহ প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার মালামাল নিয়ে যায়। এসময় হাজেরা ও তার মেয়ে তামান্না গুরুত্ব আহত হয় ।
আহতদেরকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । হাজেরার বসত ঘর এখন ভাই ভাতিজার দখলে আছে বলে জানান হাজেরা। তিনি আরও জানান ভাই বাতিজারা হুমকি দিচ্ছে ঐ বসত ভিটায় গেলে প্রানে মেরে ফেলবে।
এ বিষয়ে প্রতিপক্ষ হুমায়ন সাথে কথা বললে তিনি জানান হাজেরা কে ভাতিজা আলা আমিন গাছের নীচে রান্না করার মাটির চুলা বন্ধ করার কথা বললে হাজেরা ও তামান্না আমাদের উপর হামলা চালায়। এতে আল আমিন আহত হয়। এ ব্যাপারে তামান্না বাদী হয়ে নরসিংদী কোটে মামলা করে। পর আল আমিন বাদী হয়ে নরসিংদী মনোহরদী সি,আর আমলকী আদালতে মামলা করেছেন বলে জানান তিনি।