
জেলা প্রতিনিধি (নরসিংদী) : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীতে নৌকার প্রচারণায় নেমেছেন নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ডক্টর শেখ আবুল হোসেন (হানিফ)। তিনি নরসিংদী সদর- ১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী। মঙ্গলবার (২১ই নভেম্বর) সকালে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে নৌকার প্রচারণায় মাঠে নামেন। তিনি প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত মাধবদী বাজারে প্রচারণা শুরু করেন। এছাড়াও তিনি নরসিংদী পৌর শহরের বিভিন্ন হাটে-বাজারে নৌকা প্রতীকের মনোনয়ন পেতে প্রচারণা চালান।
ইতিপূর্বে তিনি নৌকা প্রতীকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। প্রফেসর ডক্টর শেখ আবুল হোসেন হানিফ বর্তমানে আওয়ামীলীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য।
প্রফেসর ডক্টর শেখ আবুল হোসেন (হানিফ) একজন শিক্ষাবিদ, পরিবেশবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া ছাড়াও তিনি মানবিক গুণাবলীতে একজন অনন্য মানুষ।
প্রফেসর ডক্টর শেখ আবুল হোসেন হানিফ সবুজ পরিবেশ আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতির দায়িত্বে আছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথে জড়িত আছেন। একান্ত আলাপকালে তিনি সরেজমিন বার্তাকে বলেন , আমাদের সমাজটাকে ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত, সন্ত্রাস-মাদকমুক্ত লক্ষ্যে আমি কাজ করে যাবো। যুব-তরুণ সমাজকে আলোর পথে পরিচালিত করতে স্বচেষ্টা থাকবো। আগামী দিনগুলোতে সুস্থ ধারার রাজনীতি উপহার দিতে সৎ ও শিক্ষিত ব্যক্তিদের রাজনীতি মুখি করার চেষ্টা করবো। আমাকে মনোনীত না করলেও অন্য কেউ মনোনীত হলেও দলের পক্ষে তার জন্য কাজ করবো। নরসিংদীতে পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিক্যাল কলেজ করার চেষ্টা করবো। সেই সাথে মাধবদী থানাকে উপজেলা করতে চেষ্টা করবো।
ADVERTISEMENT