শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে আটক করে সেনাবাহিনী।

Logo
Desk Report 2 বুধবার, ০১ ২০২৫, ১:১৪ অপরাহ্ণ

সাজেদুল হক প্রান্ত,
রিপোর্টার:

নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী। আজ বুধবার ভোরে শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে গ্রেফতার দেখানো হয়। সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পে দায়িত্বরত ২৮ বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, ‘আটক শাহ আলমের কাছ থেকে ‘ফাতিহ—১৩’ মডেলের একটি পিস্তল—গুলি এবং ছড়িয়ে—ছিটিয়ে থাকা বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে নরসিংদীর ভেলানগরে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সেনাবাহিনী জানায়, নরসিংদীর পাঁচদোনার ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে পাঁচদোনার একটি বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় এবং এলাকাবাসীকে ভয় দেখাতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে এলাকাবাসী সেনাবাহিনীকে খবর দিলে দুটি বিশেষ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়িটি ঘেরাও করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শাহ আলম সেনাবাহিনীকে উদ্দেশ করে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এরপর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় বুঝিয়ে শাহ আলমকে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করানো হয়।
প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর দিবাগত রাতে পাঁচদোনা এলাকাতেই ছাত্রদল কর্মী হুমায়ুন দুর্বৃত্তদের গুলিতে খুন হন। এরপর এই খুনের অভিযোগ ওঠে শাহ আলমের বিরুদ্ধে। গ্রেফতার শাহ আলম মাধবদীর আমদিয়া এলাকার মৃত কাজিম উদ্দিনের ছেলে।####

 

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

মাসুম বিল্লাহঃ ১৭ই জানুয়ারি ২০২৫ তারিখে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) কেন্দ্রীয় কমিটি বর্তমান প্রেক্ষাপট ও পরিস্থিতি বিবেচনায় একটি বিশেষ সভার আয়োজন করে। …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি, মাগুরাঃ মাগুরা সদর উপজেলার কছুন্দী ইউনিয়নে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। …

মোঃ আলমগীর হোসাইন, (গাজীপুর প্রতিনিধি) অনলাইন টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ …