
ওমর ফয়সাল, বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের কুমিরা–গুপ্তছড়া ঘাটে যাত্রী হয়রানির শিকার হয়ে গ্রেপ্তার হওয়া ৯ যাত্রীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদানকরা হয়েছে।
সোমবার (৩জুলাই) সকাল সাড়ে ১১টায় সন্দ্বীপ থানার ওসি‘র মাধ্যমে পুলিশ সুপার বরাবরে এ স্মারকলিপি দেয়া হয়।স্মারকলিপি গ্রহণ করেনসন্দ্বীপ থানার ওসি(তদন্ত) মো. জাকির হোসেন।
স্মারকলিপি দেয়া শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে স্মারকলিপি দেয়া সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি মো. হাসানুজ্জামান সন্দ্বীপি বলেন, সেদিন সাধারণ যাত্রীদের ওপর হামলা করে বেআইনিভাবে আটক আইন বহির্ভূত। সুতরাং মামলা প্রত্যাহার না করা হলে আমরাও অনতিবিলম্বেযাত্রীদের হয়রানি ও মারধরের অপরাধে আইনি ব্যবস্থায় যাব।পাশাপাশি রাজপথে বৃহত্তর আন্দোলনে যাব।
এ সময় উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন,আলাউদ্দিন, সাদ্দাম হোসেন, মোঃ সেলিম,নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, ২৮ জুন কুমিরা–গুপ্তছড়া ঘাটে যাত্রী হয়রানির শিকার হয়ে গ্রেপ্তার হওয়া ৯ যাত্রীদের ওপর মামলা দায়ের করা হয়েছিলো।