শফিকুল ইসলাম শরীফ স্টাফ রিপোর্টার
নবীনগর রতনপুর ইউনিয়নে ভিজিএফের চাল নিয়ে চেয়ারম্যানের নয়ছয়
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা ভিপি মারুফের বিরুদ্ধে ঈদুল আজহাকে সামনে রেখে দুস্থদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়মসহ নয়ছয়ের অভিযোগ উঠেছে।
জানাযায় প্রধানমন্ত্রীর উপহারের এ চাল ঈদের আগে অসহায়দেরকে বন্টন করার কথা থাকলেও উক্ত ইউনিয়ন চেয়ারম্যান ৬বস্তা চাল অসহায়দের মাঝে বিতরণ না করে পরিষদের ভেতর লুকিয়ে রাখেন। বুধবার রাত ১২টার দিকে ইউনিয়ন পরিষদের বেতরে থাকা ৬ বস্তা চাল লুকিয়ে রাখার ঘটনা নিশ্চিত করেন ওই গ্রামের গ্রাম পুলিশ কানন মিয়া ।
সংশ্লিষ্ট সুত্রে জানাযায় প্রতিটি অসহায় পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও উক্ত ইউপি চেয়ারম্যানের ইচ্ছামত তার নিজের পছন্দের লোককে ৫০ কেজি চাল নিয়ম বহির্ভূতভাবে বিতরণ করেন ।
এ ঘটনা জানতে চাইলে রতনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা ভিপি মারুফ বলেন, দশজন মিলে যদি তদন্ত করেন তারপরেও আমার চাল বিতরণের কোন অনিয়ম পাবে না। আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক জানান,বিষয়টি আমি অবগত নয়, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।