
শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনকে(৪২)। ৮ই- ফেব্রুয়ারী -শনিবার দুপুরে নবীনগর থানা পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুর দেড়টার দিকে নবীনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপন নবীনগর উপজেলা ছাত্রীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কিছুক্ষণ আগে সরেজমিন বার্তা পত্রিকা কে বলেন, ‘যুবলীগ নেতা রিপনকে বিস্ফোরক মামলাসহ দুটি মামলায় আজ গ্রেপ্তার করা হয়েছে।এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’