শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার,
# পৌর পরিছন্ন কর্মীদের চাকরি দেওয়ার পায়তারা।
# নাম মাত্র ইন্টারভিউর নোটিশ।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর মেয়রের বিরুদ্ধে পৌরসভার নিয়োগে মেয়র তার নিকট আত্মীয়সহ (৪) চারজনকে অবৈধ উপায়ে নাম মাত্র পরিক্ষা দেখিয়ে চাকুরি দেওয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়ে চাকুরী প্রত্যশী সুমাইয়া ইসলাম লাকী গং নিয়োগ প্রক্রিয়ার পরিক্ষার বন্ধ চেয়ে এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ গত ২১/০৫/২০২৪ইং তারিখ জেলা প্রশাসক, ইউএনও, এসিল্যান্ড বরাবর লিখিত অভিযোগ দাখিল করে। অভিযোগে পৌর মেয়র তার নিজন্ব (৪)চারজনকে মোটা অংকের টাকার বিনিময়ে চাকুরী দিচ্ছেন।
এর জন্য তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। এর আগেও তাদেরকে নেয়ার জন্য চেষ্টা করেছিলেন তখন তা বন্ধ হয়।
এতে করে প্রায় দুই বছর কালক্ষেপন করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মেয়র তার নিকট আত্মীয়দের মধ্যে টিকাদানকারী (পুরুষ), টিকাদানকারী (নারী), হিসাব সহকারী, সহকারী কর আদায়কারী পদে নিয়োগের লক্ষ্যে মেয়র তার ভাগীনা বউ, আখি রাণী নাগ ও বাতিজা শুভ রাজ পাল,আরো দুই থেকে তিন জন মোঃ জাফর, মোঃ সোহেল মিয়াসহ আরো একজন জেরিন আক্তার, কে নিতে চাচ্ছেন এবং তাদেরকে মেয়র পৌরসভায় অস্থায়ী দৈনিক হাজিরা ভিক্তিক পরিছন্ন কর্মী হিসাবে নিয়োগ দিয়ে অফিসে কাজ করাচ্ছেন। যা কিনা সম্পূর্ণ অবৈধ। অভিযোগকারী আরো একজন বলে আমি এখনো ইন্টাভিউ কার্ড পায়নি। প্রাথমিক যাচাই-বাছাইয়ে কতজনকে বাদ দিয়েছে ও কতজনকে ইন্টারভিউর কার্ড দিয়েছে। এই সংক্রান্ত কোন নির্দেশনা তাদের নোটিশ বোর্ডে দেওয়া হয়নি শুনতে পারচ্ছি পৌর কর্তৃপক্ষ নিজস্ব লোককে নেয়ার পায়তারায় তারা কিছু মানুষকে ইন্টারভিউ কার্ড দিচ্ছে না এবং কিছু মানুষকে দেরি করে ইন্টাভিউ কার্ড দিচ্ছে। আগামী ১১জুন মঙ্গলবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার দিন ধার্য করা হয়।
নিয়োগ কমিটির আহবায়ক পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস বলেন, ‘যে কেউ অভিযোগ করতেই পারে। নিয়োগ-বিধি মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করা হচ্ছে। একটি মহল ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এগুলো করছে। নিয়োগ কার্যক্রমের জন্য কোনো অর্থের লেনদেন হয়নি। আর এরা দুইজন আমার কোন আত্মীয় না। ডিসি সাহেবের প্রতিনিধি থাকবে তার নেতৃত্বে পরীক্ষা হবে।
নিয়োগ পরীক্ষা স্বচ্ছ হবে।'
এই বিষয়ে পৌরসভার নিয়োগ কমিটির সদস্য সচিব পৌর নির্বাহী কর্মকর্তা বেলজুর রহমান খান বলেন ছাড়পত্রের নির্দেশনা মোতাবেক ৩০জুন ছাড়পত্রের মেয়াদ শেষ হওয়ায় আগামী ১১জুন নিয়োগ পরিক্ষার দিন ধার্য করা হয়। আমরা প্রথমিক বাছাইয়ে (৪) চারটি পদে (৪৪) জনকে ইন্টারভিউ কার্ড দেওয়া হয়েছে। নিয়ম মেনেই পরিক্ষা হবে। আখি রাণী নাগ, শুভ রাজ পাল, মোঃ জাফর, মোঃ সোহেল মিয়া, জেরিন আক্তার, তাদেরকে পৌরসভায় পরিছন্ন কর্মী হিসাবে অফিসে কাজ করচ্ছেন।
এই বিষয়ে নবীনগর পোষ্ট মাস্টার মো. শাজাহান বলেন ২ জুন শনিবার পৌরসভা থেকে ৪৪টি নিয়োগের প্রবেশপত্র হাতে পেয়েছি, এর মধ্যে বেশিরভাগ চিঠিতে মোবাইল নাম্বার না থাকার কারণে আমাদের চিঠিগুলো পৌঁছাইতে অনেক ব্যাক পেতে হয়, সর্বশেষ একটি চিঠি দুই-তিনবার এলাকায় গিয়ে খোঁজ পাওয়া যাইনি।
উল্লেখ যে, পৌর কতৃপক্ষ গত ২৩/০৯/২০২২ইং তারিখ দৈনিক মানব জমিন পত্রিকায় প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর গত ১৭ ডিসেম্বও ২০২২ইং তারিখ নিয়োগ পরিক্ষার দিন ধার্য করেন। জেলা প্রশাসকের মৌখিক নির্দেশক্রমে পৌর কতৃপক্ষ গত ১৫/১২/২০২২ইং এইটি লিখিত আদেশ দিয়ে পরিক্ষাটি স্থাগিত করেন। ছয় মাস পর এখন আবার পুনরায় ১১/০৬/২০২৪ইং পৌর কতৃপক্ষ নিয়োগ পরিক্ষার তারিখ ঘোষনা করেন।