শফিকুল ইসলাম শরীফ স্টাফ রিপোর্টার
নবীনগর পৌরসভা ২ নং ওয়ার্ড ঘটিত, ২৫ বৎসর যাবত আমাদের ২ নং ওয়ার্ডে কোন রাস্তা বা ড্রেন নির্মাণ করা হয় নাই,
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর পৌরসভা রূপান্তরিত হয়েছেন আজ প্রায় ২৫ বছর, নবীনগর পৌরসভা ২ নং ওয়ার্ড পঞ্চ বটি লোকনাথ আশ্রম, আদালত পাড়া, পশ্চিমপাড়া, বিজয় পাড়া, পদ্মপাড়া, নিয়ে নবীনগর পৌরসভা ২ নং ওয়ার্ড ঘটিত, ২৫ বৎসর যাবত আমাদের ২ নং ওয়ার্ডে কোন রাস্তা বা ড্রেন নির্মাণ করা হয় নাই, একটু বৃষ্টি হলে পানি বন্দী হাজারো মানুষ এর প্রতিকার চাই আমরা , পানি বন্দি হাজারো মানুষ, চার দিন যাবত কেউ ঘর থেকে বের হতে পারে না ঈদ উপলক্ষে পৌরসভার পানির কারণে, আদালত পাড়া, পশ্চিমপাড়া সকল পানি আমাদের পঞ্চবটি দিয়ে পানি নামার কারণে আমরা পানি বন্দি,পৌরসভার মেয়র সাহেব এবং কাউন্সিলার সাহেব আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আপনারা এর একটি প্রতিকার করুন, পাঁচটা মহল্লার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে, অন্ততপক্ষে আমাদের একটি ড্রেন নির্মাণ করে দেন, সারা বাংলাদেশে উন্নয়ন আর উন্নয়ন আর আমাদের নবীনগর পৌরসভায় কোন উন্নয়ন কাজ হচ্ছে না কেন। আমরা আর কত আশার বাণী শুনবো, দয়া করে আমাদের রাস্তায় এবং ড্রেনের কাজ সমাধান করে দেন।