শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রাইভেট পড়তে আসা সপ্তম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাহাবুব রহমান (৪৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৩ জুন) ভুক্তভোগী ছাত্রীর মা নবীনগর থানায় শিক্ষক মাহবুবকে আসামি করে অভিযোগ দিলে রাতে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সজলকান্তি দাশ সরেজমিনকে তথ্য নিশ্চিত করেছেন।
এজাহারের বরাত দিয়ে তিনি জানান, উপজেলার রসুল্লাবাদ উলফত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহাবুব রহমান স্কুলের পাশের একটি বাড়িতে নিয়মিত প্রাইভেট পড়াতেন। গত ১০ জুন সকালে প্রতিদিনের মতো ওই ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তে যান। ওইদিন বৃষ্টির কারণে অন্যান্য শিক্ষার্থীদের কে ছুটি দিয়ে ছাত্রীকে কৌশলে ছুটি দেননি.. খালি ঘরে একা পেয়ে শিক্ষক মাহাবুব ছাত্রীটিকে ধর্ষণ চেষ্টায় শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে ওই ছাত্রীর আত্ম চিৎকারে শিক্ষক মাহবুব পালিয়ে যান। শিক্ষকের কাছ থেকে নিজেকে রক্ষা করে ওই ছাত্রী স্কুলে যেয়ে প্রধান শিক্ষককে না পেয়ে ক্লাস শিক্ষকের কাছে ধর্ষণ চেষ্টার ঘটনা খুলে বলেন।
সজলকান্তি দাশ বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন (১০ এর ক) আইনে ওই ছাত্রীর মা বৃহস্পতিবার মামলা করার পর অভিযুক্ত শিক্ষককে রাতেই গ্রেফতার করা হয়েছে। আজ (শুক্রবার) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।