শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার
নবীনগরে হেলমেট ছাড়া ও অবৈধ মোটরসাইকেল এর বিরুদ্ধে প্রশাসনের অভিযান…..
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাগজপত্রবিহীন ও অবৈধ মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। সরেজমিনে দেখা যায়, শহরের গুরুত্বপূর্ন মোড়ে অবৈধ মোটর সাইকেল ও কাগজপত্রবিহীন গাড়ি পর্যবেক্ষন করছে।
এই সময় নবীনগর প্রশাসনের পক্ষ থেকে সকল অটো রিস্কাতে হাইড্রোলিক হরণ ব্যবহার থেকে বিরত থাকতে কঠোর নিষেধাজ্ঞ দিয়েছে প্রশাসন।
আজ বুধবার (২৫ অক্টোবর) শহরের গুরুত্বপূর্ণ স্থানে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও ডকুমেন্ট বিহীন মোটরসাইকেল চালানোর দায়ে নতুন সড়ক ও পরিবহন আইন ২০১৮ সালের আইনে প্রায়ই ৮টি মোটরসাইকেলে মামলা দেয়া হয়েছে এবং ৮ হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে।
ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।