- শফিকুল ইসলাম শরীফ স্টাফ রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এই প্রথমবারে মতো সিসি ক্যামেরা আওতায় ১০ কেন্দ্রের প্রায় দেড় শতাধিক সিসি ক্যামেরা মাধ্যমে নককলমুক্ত পরিবেশে বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো.শাহগীর আলম রবিবার সকালে সদরের দুটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
নবীনগরে এবছর মাদ্রাসা শিক্ষা বোর্ড, এসএসসি ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণকারীসহ মোট ৬ হাজার ২৪৫ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন। এসএসসির জন্য ৫৩১৫, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৭০৯ জন এবং কারিগরি (ভোকেশনাল) পরীক্ষায় ২২১ জন শিক্ষার্থী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক বলেন, উপজেলার ১০টি কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
ADVERTISEMENT