
শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শ্যামগ্রাম
উচ্চ বিদ্যালয় মাঠে।শ্যামগ্রাম ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভাপতি বায়েজিদ আহমেদ বাবুর সভাপতিত্বে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবদুল মান্নান।।এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী নাজমুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হোসেন সেকিল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী আবু কাউসার, মহিলা দলের মিসেস নাইলা আক্তার,নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুই দেলোয়ার হোসেন সোহেল, নবীনগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, মানবঅধিকার বিষয়ক সম্পাদক ইমাম হোসেন বাতেন, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী নয়ন, উপজেলা বিএনপির সদস্য মোস্তাক আহমেদ সেলিম, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির নেতা হাজী আব্দুল ওয়াহেদ,সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ জুয়েল,শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ধন মিয়া স়হ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি অ্যাডভোকেট মান্নান তার বক্তব্যে বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থানে ফ্যাস্টিট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন।দুর্নীতি করে তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেশ ছেড়ে পালিয়েছেন। আমাদের নেতাকর্মীদের বিভিন্ন ভাবে মামলা হামলা করে হয়রানি সহ দেশে আসতে দেয়নি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার কার্যসম্পাদন করা হবে, তিনি আরো বলেন শেখ হাসিনা পালিয়ে গেছে তার পার্লামেন্টের সকল সদস্য নেতাকর্মীরা ও তার দুসরা দেশ ছেড়ে পালাতে পারিনি যারা দেশে আছে তাদেরও বিচার করা হবে। তাদের কে কোন পর্যায়ে ছাড় দেয়া হবে না। সভার শুরুতে ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন।