শফিকুল ইসলাম শরীফ স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৌর সদরে ডাকবাংলোর সামনে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহামুদা জাহান।
অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক ড্রাইভার কর্তৃক অটো রিক্সা চালানোর কারণে নবীনগরে যানজট সমস্যা বেড়েই চলেছে। এ ছাড়া যত্রতত্র অবৈধ পার্কিংতো আছেই।
এ যানজট নিরসনে আজ মঙ্গলবার দুপুরে উত্তপ্ত রোদে নবীনগর পৌর সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি মাহমুদা জাহান এ-মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় ড্রাইভারদের সতর্ক করার পাশাপাশি ৬ জনকে ১৫০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও নবীনগর সদর বাজারের ক্যাফে রিভার ভিউ রেস্টুরেন্টের একটি পাইপ ফেটে নিচে ময়লা পানি পড়ে জনগণের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে ২০০০ টাকা জরিমানা করা হয়।
একজন পথচারী জানান নবীনগর অনেক ব্যস্ততম নগরী, এখানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ আছে ব্যবসাকেন্দ্র-শিক্ষাকেন্দ্র-চিকিৎসাকেন্দ্র থাকায় যানজট সমস্যা এখানে প্রকট। নগরীর মানুষ দিনে বা সন্ধ্যায় কোথাও যেতে হলে কষ্ট করে যেতে হয়। তাই দ্রুত সমাধান করতে পারলে খুবই উপকৃত হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি মাহামুদা জাহান জানান, এই সমস্যা সমাধানের জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি।