

শফিকুল ইসলাম শরীফ স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিলেন সাদিয়া আক্তার। বুকে কষ্ট চেপে লিখতে বসলেন পরীক্ষার খাতায়। কারণ আজ বুধবার ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার মা জলি আক্তার (৩৭)। মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসেছেন তিনি।
সাদিয়া আক্তার পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার আকানগর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।সে এবছর সলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)পরীক্ষায় অংশগ্রহণ করে।
আজ বুধবার(০৩ ই মে) ইংরেজি প্রথম পত্র সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়(ভেন্যু কেন্দ্র)থেকে পরিক্ষা দিয়েছেন।
এ ব্যাপারে সলিমগঞ্জ আব্দুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহমদ আলী বলেন, মা হারানো শিক্ষার্থী সাদিয়া খুবই মেধাবী। তার মায়ের মৃত্যুর বিষয়টি আমরা সকালেই জানতে পেরেছিলাম। আমরা তাকে সান্ত্বনা দিয়েছি।
তিনি বলেন, পরীক্ষা শুরু হওয়ার আগে শিক্ষার্থীরা সাদিয়াকে উৎসাহ দিয়েছে। তবে মাঝেমাঝে তাকে কাঁদতে কাঁদতে পরীক্ষার খাতায় লিখতে দেখা গেছে।
সাদিয়া বলেন, ‘মা আমাকে অনেক ভালোবাসতেন। চাইতেন আমি যেন পড়ালেখা করে অনেক বড় হই। তাই এমন অবস্থায়ও আমি পরীক্ষায় অংশ নিয়েছি। মায়ের আত্মাকে আমি কষ্ট দিতে চাই না।