নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড বসতঘর সহ লক্ষ্য লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর লাউরফতেহপুর ইউনিয়নের লাউরফতেহপুর গ্রামের বেপারিবাড়ীতে আজ মঙ্গলবার ৫-৯-২০২৩ ইং সকাল ১০ টা ৩০ মিনিটে পশু ডাক্তার মৃত রুফ মিয়ার ছেলে বাদল মিয়ার বসত ঘরে ভয়াবহ আগুন লাগে।আগুন লাগার সময় বাদল মিয়ার মা আম্বীয়া খাতুন বিদ্যুৎ বিল দিতে বাড়ীর বাহিরে ছিলেন। আশেপাশের লোকজন দেখতে পান। ধারনা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে এই আগুন লাগতে পারে।স্থানীয়রা এসে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়।
বৃদ্ধা আম্বিয়া (৮০) বলেন আমরা গরিব মানুষ আমার থাকার মত এই একটাই বসতঘর ছিলো।
বাদলের অসুস্থ মা-ই বাড়ীতে থাকতেন
হাঠাৎ আগুন লেগে যায়।
ঘর ও মালামাল সহ প্রায় ৩, ৪ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতির ধারনা করা হচ্ছে।
এসআই আক্কাস আলী মজুমদার বলেন।
আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি।এবং আগুন লাগার সত্যতা পায়। বৃদ্ধার অনেক ক্ষয়ক্ষতি হয়। এতে কেও আহত হওয়ার খবর পাইনি।