শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার
নবীনগরে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম সাফিনূর ইসলাম (৩৬)। তিনি উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামের বাসিন্দা। আটক দুজনের নাম আব্দুর রহমান ও ফয়জুর তারা একি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানাযায়, দুদিন আগে এলাকার নোয়াগাঁও গ্রামের অলেক শাহের ওরশে নিহত সাফিনূরের ছোট ভাই রুবেল মিয়াকে মারধর করেন একই গ্রামের (বাঘাউড়া) কাইয়ুম মিয়ার ছেলে ফয়জুর রহমান।
মঙ্গলবার রাত ৯টার দিকে রুবেলকে নিয়ে ফয়জুরের বাড়িতে যান সাফিনূর।
এ সময় ফয়জুর ও তার বড় ভাই আব্দুর রহমান নামের এক মাংস বিক্রেতার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় আবদুর রহমান বাড়ি থেকে একটি মাংস কাটার অস্ত্র নিয়ে সাফিনূরের ওপর হামলা চালায়। এ সময় সাফিনূর, আবদুর রহমান ও তার ভাই ফয়জুর আহত হন। পরে স্থানীয়রা আহত তিনজনকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফিনূরকে মৃত ঘোষণা করেন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান (ইউএইচএ) ডা. হাবিবুর রহমান বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথেই মারা যান সাফিনুর।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িত সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনকে আটক করা হয়েছে। তবে পরবর্তী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এলাকায় পুলিশ মোতায়েন আছে। অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।